ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মুদ্রণ, কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন ও ফল প্রকাশে দরপত্র আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
চবিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মুদ্রণ, কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন ও ফল প্রকাশে দরপত্র আহ্বান

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্র মুদ্রণ ও সরবরাহ এবং কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন ও ফল প্রকাশের লক্ষ্যে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়েছে।

দরপত্র আহ্বানে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সকল ইউনিট (A, B, C, D) এবং B1 ও D1 উপ-ইউনিট এর আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থীর (কম-বেশী হতে পারে) ভর্তি পরীক্ষার উত্তরপত্র মুদ্রণ ও সরবরাহ এবং কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন ও ফল প্রকাশের লক্ষ্যে খ্যাতনামা, অভিজ্ঞ ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নিকট হতে তাদের নিজস্ব প্যাডে সীলমোহরকৃত দরপত্র আহ্বান করা যাচ্ছে।

বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হোছাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে আগামী ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টার মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অফিসকক্ষে রক্ষিত টেন্ডার বাক্সে জমা নেয়া হবে এবং একই দিন সকাল পৌনে ১০ টায় দরদাতাদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে।

দরপত্রের সঙ্গে দরপত্রে উদ্ধৃত মূল্যের ১০% টাকা জামানত হিসেবে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় উত্তোলনযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মূলে জমা দিতে হবে। বিস্তারিত নিম্মে প্রদর্শিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলো।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।