ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিপলস্ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হলেন দিলশাদ আহমেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
পিপলস্ ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক হলেন দিলশাদ আহমেদ

চট্টগ্রাম: দেশের শীর্ষ বীমা প্রতিষ্ঠান পিপলস্ ইন্স্যরেন্স কোম্পানী লিমিটেডের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হয়েছেন দিলশাদ আহমেদ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পিপলস্ ইন্স্যরেন্স কোম্পানী লিমিটেডের ৪৩১তম পরিচালনা পরিষদের বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

 

প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ এনআরসি কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সরকারের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইদরা) আগামী তিন বছরের জন্য এই নিয়োগ প্রদান করেছে।  

আহমেদ এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও সিইও দিলশাদ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

প্রোডাক্ট ব্র্যান্ডিংয়ে অভিজ্ঞ দিলশাদ আহমেদের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ২০০৬ সালে দেশের সেরা দশ এজেন্সী অ্যাওয়ার্ড অর্জন করে। বিজনেস নেটওয়ার্কিং নিয়ে বিশ্বসেরা ভারতীয় প্রতিষ্ঠান স্টিলমিন্টের পার্টনার হিসেবে দিলশাদ আহমেদ এ পর্যন্ত চারটি আন্তর্জাতিক স্টিল কনফারেন্স আয়োজন করেছেন। যেখানে প্রতিটি কনফারেন্সে ২৫ টির অধিক দেশের ৫০০ ডেলিগেটস অংশগ্রহণ করেন।   

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।