ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইনক্'র অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
চবির প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইনক্'র অনুদান

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য  এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক্।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের হাতে এ চেক তুলে দেন সংগঠনটির সভাপতি সাবিনা শারমিন নিহার।

এ সময় উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক্-এর সব সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এগিয়ে আসা উচিত।

তাহলে আর্থিক প্রতিকূলতার কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইনক্-এর সভাপতি সাবিনা শারমিন নিহার জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সিএফসির ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ বেলাল গত বছরের বিজয় দিবসে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এই অর্থ অনুদান দিয়েছিলেন। অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থ প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যানে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সিদ্ধান্ত অনুযায়ী অনুদানের অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হস্তান্তর করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।