ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাহিত্য পুরস্কার পাচ্ছেন ওমর কায়সার ও তহুরীন সবুর ডালিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
সাহিত্য পুরস্কার পাচ্ছেন ওমর কায়সার ও তহুরীন সবুর ডালিয়া

চট্টগ্রাম: ‘ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার ২০২৪’পাচ্ছেন কবি ওমর কায়সার ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া।  

কবিতা ও কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে।

আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।  

কবি ওমর কায়সার সমকালীন সাহিত্যে বহুমাত্রিক প্রতিভাসম্পন্ন ব্যক্তিত্ব।

একজন নিভৃতচারী কবি হিসেবে ও গুণী কথাসহিত্যিক হিসেবে তিনি অনন্য। মহিলা কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া। তাঁর গল্প ও কবিতা আমাদের সাহিত্যের বড় সম্পদ।  

পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য ফয়েজ নুরনাহার ফাউন্ডেশন পুরস্কার প্রণয়ন কমিটির পক্ষে লেখক-সংগঠক সুলতানা নুরজাহান রোজী অনুরোধ জানিয়েছেন।

এর আগে এই পুরস্কার অর্জন করেন ড. আনোয়ারা আলম, ড. মহীবুল আজিজ ও এলিজাবেথ আরিফা মুবাশশিরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।