ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিরিঙ্গিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
ফিরিঙ্গিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের সহায়তা  ...

চট্টগ্রাম: ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের টেকপাড়া ও ইয়াকুব নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি চাউল ও নগদ ২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে এ সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এ দুর্ঘটনা ঘটার পর অনেকে এগিয়ে এসেছেন।

যাদের বই নেই তাদের বই দিয়ে অনেকে সহযোগিতা করেছেন। যেসব শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে সেটি আমরা দেখবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের উপহার দিয়ে যাচ্ছি। যাদের ঘর পুড়ে গেছে তাদের ঘর নির্মাণে আমরা সহযোগিতা করবো।  

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোরশেদ খান, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।