ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তীব্র গরমে চবিতে সশরীরে ক্লাস বন্ধ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
তীব্র গরমে চবিতে সশরীরে ক্লাস বন্ধ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তীব্র গরমের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অনলাইনে চলবে ক্লাস এবং পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে।

 

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়৷ 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, গরমের কারণে ক্লাস কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

তবে পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে। এছাড়া শাটলট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।