ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ৩, ২০২৪
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প 

চট্টগ্রাম: নগরের বালুছড়ায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়।

 

শিল্পগ্রুপ বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন চসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু।  

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন প্রতি মাসে নগরে যে ব্যতিক্রমধর্মী ও ধারাবাহিক কাজগুলো করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার মূখ্য দাবিদার।

ধারাবাহিক যেকোন কাজ অনেক বেশি কষ্টসাধ্য কিন্তু এটাকে খুব সহজভাবে নিজের মধ্যে আয়ত্তে করে বাকিদের জন্য উদাহারণ সৃষ্টি করে যাচ্ছেন চিকিৎসক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও তাঁর টিম।  

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, যেকোনো কিছু যখন ধারাবাহিক করা হয় তখন তার মান কমে যায় কিন্তু আমরা সে ধারণা থেকে সবসময় দূরে থাকতে চাই। আমরা আমাদের সক্ষমতা আরো কয়েকগুণ বাড়িয়েছি। এখন প্রতিমাসে দুইটি'র অধিক ক্যাম্প হচ্ছে এবং রোগীর সংখ্যা প্রতি ক্যাম্পেই শতাধিক ছাড়িয়ে যাচ্ছে। সেইসঙ্গে আমরা ওষুধসহ যাবতীয় টেস্টেও বিনামূল্যে করে দেওয়ার চেষ্টা করছি।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. মোতাহার হোসেন শাওন, ডা. সিফাত, ডা. মিথিলা, ফারুক চৌধুরী ফয়সাল, বাবলা সরকার সৈকত,  প্রমিথ, সিফাত, দীপ্ত অজয় কর, মজনু, এসময় সেবা প্রদান করেন।  

এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন বায়ান্ন এর সহযোগিতায় এসময় লিডার্স স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো: তোহা, স্কুল পরিচালক মো: জুবায়েত আরেফিন, বায়ান্ন সভাপতি সাজ্জাদ হোসাইন, সহ সভাপতি জীবন বসু, সেক্রেটারি অরুপ দেবনাথ, অর্থ সম্পাদক রাকিব ও অন্যান্য সদস্য এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।