ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্ট্রোক করে চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে চাপা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মে ৪, ২০২৪
স্ট্রোক করে চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে চাপা

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারি চেয়ারম্যানঘাটা এলাকায় চলন্ত ট্রাকে স্ট্রোক করে চালকের মৃত্যু হয়েছে। এ সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেল ও  প্রাইভেটকার ধাক্কা দিলে প্রাইভেটকার থাকা তিন যাত্রী আহত হন।

 

শনিবার (৪ মে) দুপুর সোয়া ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

মো. আব্দুল মান্নান (৬০) নামে ওই ট্রাক চালক কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা বলে জানা গেছে।

 

দুর্ঘটনার বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বাংলানিউজকে জানান, গাড়ি চালানোর সময় ট্রাকের চালক স্ট্রোক করে মারা যান। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকার থাকা যাত্রীরা সামান্য আহত হয়। আশপাশের লোকজন ট্রাক চালককে মৃত অবস্থায় চালকের আসনে বসে থাকতে দেখে আশেপাশের লোকজন। চালকের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।  

তিনি আরও বলেন, প্রাইভেকারের মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে, গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হয়েছে। প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। চালকের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।