ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, মে ৪, ২০২৪
হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

চট্টগ্রাম: হাটহাজারীতে পুকুরে ডুবে মেজবাহ (৫) ও মেহেরাজ (৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) সন্ধ্যার দিকে হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিরেরখীল এলাকার আব্বাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই সহোদর পৌরসভার দেওয়ান নগরের ৩নং ওয়ার্ডের ইসমাইল সওদাগর বাড়ীর সম্রাট আকবর বাবুর সন্তান।

জানা গেছে, চার বছর বয়সী শিশু মেজবাহ ও তিন বছর বয়সী মেহেরাজ আপন দুই ভাই।

সপরিবারে তাদের নানুবাড়ীতে বেড়াতে আসে। সেখানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল তারা। সন্ধ্যার হওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, পুকুরের পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। পরীক্ষা নিরিক্ষা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।