ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ড্রেজারের ধাক্কায় ভাঙলো কাঠের সেতু, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ৬, ২০২৪
ড্রেজারের ধাক্কায় ভাঙলো কাঠের সেতু, আহত ২ ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের ওপর নির্মিত কাঠের সেতু ভেঙে ২ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের হাজারো বাসিন্দা।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ও শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যে যোগাযোগের জন্য এই সেতু ব্যবহৃত হয়ে আসছে।

বোয়ালখালী পৌরসভার কাউন্সিলর মো.ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, সকাল ১১টার দিকে একটি বালুবাহী ড্রেজার ধাক্কা দিলে কাঠের সেতুটি ভেঙে পড়ে। এসময় সেতুতে থাকা দুই ব্যক্তি খালে পড়ে আহত হন। তারা সাঁতরে পাড়ে উঠেছেন। আপাতত পারাপারের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি সাম্পানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।  

জানা গেছে, এই সেতুটি ব্যবহার করে এলাকার মুসল্লিরা মসজিদে, শিক্ষার্থীরা স্কুল-কলেজ, মাদ্রাসায় এবং পৌর সদরে যাতায়াত করেন শাকপুরা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দেশ স্বাধীনের পর থেকে কাঠের সেতুটি এলাকাবাসী নিজেদের অর্থায়নে সংস্কার করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।