ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই ভবনের মাঝে মিললো যুবকের গলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
দুই ভবনের মাঝে মিললো যুবকের গলিত মরদেহ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার আলকরণ এলাকায় দুই ভবনের মাঝে লোহার গ্রিলে আটকে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় এক নম্বর গলির শেষ মাথায় বন্ধন টাওয়ারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার যুবকের আনুমানিক বয়স ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বাংলানিউজকে জানান, বন্ধন টাওয়ার ও আলকরণ টাওয়ার নামে দুটি নয়তলা ভবন আছে পাশাপাশি।

সন্ধ্যায় বন্ধন টাওয়ারের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লোহার গ্রিলে নেটের ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, মরদেহ  একেবারে পচে গেছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা যাচাই বাছাই করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।