ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মরা মা মাছ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
হালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মরা মা মাছ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: হালদা নদীতে ১০ কেজি ওজনের মরা রুই জাতীয় মা মাছ ভেসে উঠেছে।

বুধবার (২৬ জুন) দুপুরের দিকে রাউজান উপজেলার উরকিরচর বাকর আলী চৌধুরী ঘাট ৪নং ওয়ার্ডের হালদা নদীতে এ মরা মা মাছ ভেসে উঠে।

উরকিরচর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওছার আলম বাংলানিউজকে বলেন, স্থানীয়রা মা মাছটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হই।

মাছটি পচে যাওয়ায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল তাই দ্রুত মাটি চাপা দিয়েছি।  

গত কয়েক দিন আগেও ১২ কেজি  ওজনের একটি কাতলা মা মাছ  মরে ভেসে উঠেছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বাংলানিউজকে বলেন, হালদায় মা মাছ ভেসে উঠলে অবশ্যই কর্তৃপক্ষকে জানানো উচিত। কারণ কিভাবে এ মাছ মারা গেছে সেটি গবেষণা করে দেখার একটি বিষয় থাকে। মা মাছটি দেখে ধারণা করা হচ্ছে এটি বিষক্রিয়ার মাধ্যমে মারা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৬, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।