ঢাকা, রবিবার, ১৭ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
পটিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার  ...

চট্টগ্রাম: পটিয়া পৌরসভার গোবিন্দারখীলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এস আলম স্কুলের পিছনে এ দুর্ঘটনা ঘটে।

 

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দ্রুতগতির ট্রেনটি পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে গোবিন্দারখীল এলাকায় এক বৃদ্ধা মহিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহিলাটি পাশের একটি ভাড়া বাসায় মেয়ের কাছে বেড়াতে এসেছেন বলে জানা গেছে । তাঁর বাড়ি চন্দনাইশ উপজেলায়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।