ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিচারপ্রার্থীর ভোগান্তি কমাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: গোলাম রব্বানী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
বিচারপ্রার্থীর ভোগান্তি কমাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: গোলাম রব্বানী ...

চট্টগ্রাম: চট্টগ্রামের নবাগত জেলা ও দায়রা জজ গোলাম রব্বানী বলেছেন, বিচারপ্রার্থীর ভোগান্তি কমাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিচারালয়কে মানুষ যেন প্রশান্তির ঠিকানা পাই, সেই লক্ষ্যেই আমাদের কাজ করা দরকার।

সোমবার (৮ জুলাই) চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে জেলা জজকে স্বাগত জানানোর সময় তিনি এসব কথা বলেন।

এর আগে চট্টগ্রামের নবাগত জেলা ও দায়রা জজ গোলাম রব্বানী যোগদান করেন।

 

এ সময় জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বিচার বান্ধব আদালত তৈরি করা যায়, মানুষের কাছে আদালত যেন আতঙ্কের বিষয় না হয়ে আস্থার ঠিকানা হয় সেই কাজটি আমাদের করতে হবে।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ জজ সিরাজুদুল্লাহ কুতুবী, ওসমান গণি, ফেরদৌস আরা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, অতিরিক্ত পিপি মোহাম্মদ মহসিন, আজাহারুল হক, মামুন আল করিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।