ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রোববার কারফিউ শিথিল থাকবে ১৫ ঘণ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
চট্টগ্রামে রোববার কারফিউ শিথিল থাকবে ১৫ ঘণ্টা 

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ শিথিলের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

শনিবার (২৭ জুলাই) চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হয়েছিল। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় শিথিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই রোববার আরও এক ঘণ্টা কারফিউ শিথিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আজ (শনিবার) ১৪ ঘণ্টা শিথিল ছিল কারফিউ। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারিকৃত কারফিউ রোববার (২৮ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।