ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিন সফল মৎস্যচাষী পেলেন সম্মাননা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
তিন সফল মৎস্যচাষী পেলেন সম্মাননা 

চট্টগ্রাম: মৎস্য উৎপাদনে সফলতার জন্য চট্টগ্রামের তিনজন সফল মৎস্যচাষী মো. জাবেদ আলী, মোহাম্মদ কুতুব উদ্দিন, মো. গিয়াস উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।  

বুধবার(৩১ জুলাই) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' উদযাপন উপলক্ষে আয়োজিত অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।  

মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ পঞ্চম এবং ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে প্রথম উল্লেখ করে জেলা প্রশাসক বলেন,  আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্য খাত আরো এগিয়ে যাবে।

এসময় তিনি চট্টগ্রাম ফিশ ল্যান্ডিং স্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করেন।

এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।