ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিরাপত্তার স্বার্থে টানেল থেকে মুছে ফেলা হলো নামফলক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
নিরাপত্তার স্বার্থে টানেল থেকে মুছে ফেলা হলো নামফলক  ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার স্বার্থে নামফলক মুছে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (৭ আগস্ট) সকালে স্কেভেটর দিয়ে টানেলের চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তে মূল ফটক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নামটি মুছে দেওয়া হয়।

এছাড়া আনোয়ারা প্রান্তে এবং বিভিন্ন স্থান থেকেও নামফলক সরিয়ে নেওয়া হয়।

টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করার কোনও সিদ্ধান্ত না হলেও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তে বঙ্গবন্ধুর নামফলকটি সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।