ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় পাহাড়ে মিললো নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
আনোয়ারায় পাহাড়ে মিললো নারীর মরদেহ ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় চায়না ইকোনোমিক জোনের অদূরে একটি পাহাড় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশে পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মরদেহের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বাংলানিউজকে জানান, এক নারীর মরদেহ পাওয়া গেছে।

আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে। ধারণা করছি ২-৩ দিন আগে মারা গেছেন তিনি। শিয়াল মরদেহটির কিছু অংশ খেয়ে ফেলেছে। পুলিশের টিম সুরতহাল করে মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।