ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উপাচার্যের অপেশাদার আচরণের প্রতিবাদ সাউদার্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
উপাচার্যের অপেশাদার আচরণের প্রতিবাদ সাউদার্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে সাম্প্রতিক ঘটনা এবং সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এজেডএম ওমর ফারুক।

 

এসময় তারা বলেন, উপাচার্য প্রকৌশলী মোজাম্মেল হকের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং উপহাসমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানাই। উপাচার্যের এমন আচরণে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রম এবং তাদের প্রিয় প্রতিষ্ঠানের সুনামের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অস্থিতিশীলতা দৃষ্টিগোচর হওয়ায় এ পরিস্থিতিতে প্রাক্তন শিক্ষার্থী হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটির পাশে দাঁড়ানোর প্রয়োজনীয বলে মনে করছি।  

তারা আরও বলেন, সাময়িক অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের পরবর্তী বর্তমান প্রশাসনের সময়ে আমরা দেখছি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এবং একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে। এই থেকে বোঝা যায় বর্তমান প্রশাসনের প্রতি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আস্থা রয়েছে। আমরা আশাকরি, কোন স্বার্থান্বেষী মহলের ইন্ধনে আমাদের এই আস্থার ঠিকানা যেন কোনভাবেই কলুষিত না হয়।

এসময় উপস্থিত ছিলেন মো. শহীদুল ইসলাম, মো. ওসমান,  মো. জয়নাল আবেদীন, প্রকৌশলী দিলদার হোসেন, আব্দুল কাদের সিদ্দিকী, আতাউর রহমান খান, অ্যাডভোকেট রাশেদুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।