ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে: মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
বিজয় সম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে: মাহমুদুর রহমান ...

চট্টগ্রাম: জুলাই বিপ্লবের বিজয় নিশ্চিত করতে হলে পতিত ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে আরও অনেক দিন রাস্তায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।  

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে'র সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

 

সিএমইউজে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বহাল তবিয়তে, তাই ছাত্র-জনতার বিজয় এখনো পুরোপুরি অর্জন হয়নি।  

হাসিনার দোসররা সংখ্যালঘু কার্ড নিয়ে হিন্দুত্ববাদ এবং ভারতীয় আধিপত্যবাদ বাস্তবায়নে নানা ধরনের চক্রান্তে লিপ্ত।

এই চক্রান্ত প্রতিহত করা না গেলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই হুমকি প্রতিহত করতে হলে জুলাই বিপ্লবের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।  

আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংগঠনের আবির্ভাব হয়েছে যা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে দুর্বল করে দিতে পারে।  

সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মাঠে নামার জন্য তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশ প্রেমিক শক্তিকে মাঠে নামার আহ্বান জানান মাহমুদুর রহমান।  

অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণ আসন্ন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, নির্বাচনের জন্য তাড়াহুড়া করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করা যাবে না।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, সিনিয়র সাংবাদিক মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আরিফ, সিনিয়র সদস্য মো. আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, শাহনেওয়াজ রিটন, সাংবাদিক ফারুক মুনির, এমএ হোসাইন, মিলাদ মুন্না, মোহাম্মদ আলী, আরিয়ান লেনিন, শহিদুল ইসলাম বাবর, ব্যাংকার গিয়াস উদ্দিন প্রমুখ।

লাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।