ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
পটিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা  ...

চট্টগ্রাম: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের বাসভবনে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

 পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জলিল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী।  
দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক, দক্ষিণ জেলা কৃষক দলের, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন, বিএনপি নেতা ইদ্রিস পানু, দক্ষিণ জেলা কৃষক যুগ্ম আহ্বায়ক হাজী নজরুল ইসলাম, আবদুল করিম, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সৈনিক ও জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার দৃশ্যপটে আসেন জিয়াউর রহমান। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসথ হিসেবে পালন করে বিএনপি। সরকার-পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিস্থিতিতে এ বছর আড়ম্বরে দিবসটিকে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ঘোষিত হয়েছে বিএনপির ১০ দিনের কর্মসূচিও। বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারা এরইমধ্যে ৭ নভেম্বরকে উদযাপন করতে পটিয়া উপজেলা বিএনপি সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।