চট্টগ্রাম: আনোয়ারায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
এসময় চক্ষু রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। চাতরী ইউনিয়ন সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে সাংবাদিক মো. তৌহিদুল আলমের ব্যবস্থাপনায় দিনব্যাপি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাহমুদুল হাসান, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনির হোসেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, সমাজ সেবক জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, খালেদ নেওয়াজ চৌধুরী, শহিদুল আলম, আশরাফ উদ্দিন চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, নেজাম উদ্দিন, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তারেক মাসুদ প্রমুখ।
এসময় চক্ষু ক্যাম্পের ব্যবস্থাপক সাংবাদিক তৌহিদুল আলম বলেন, গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। তাই আবুল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে গ্রামের চার শতাধিক মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এসব মানুষের চশমা প্রদান, চোখের ছানি অপসারণসহ ফ্রি লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমআর/টিসি