ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের ওপর হামলা: দুই মামলায় ৬ দিনের রিমান্ডে ১২ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পুলিশের ওপর হামলা: দুই মামলায় ৬ দিনের রিমান্ডে ১২ আসামি ফাইল ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় কোতোয়ালী থানার দুই মামলায় গ্রেপ্তার ১২ জন আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার এর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

 

রিমান্ড মঞ্জুর হওয়া ১২ আসামি হলেন- জয় নাথ, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, আমান দাস, বিশাল দাস, সনু মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী।  

এর আগে ২ ডিসেম্বর পুলিশের ওপর হামলার মামলায় ৮ জন আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

 

বুধবার সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।  

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বাংলানিউজকে বলেন, পুলিশ ওপর হামলা ও কাজে বাধাদানের দুই মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১২ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

তিনি আরও বলেন, একটি মামলায় ১০ জন আসামি ও আরেকটি মামলায় ২ জন আসামির রিমান্ড মঞ্জুর হয়। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।