ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের ...

চট্টগ্রাম: রাউজানে ট্রাকের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারী আব্দুল কাদের (৩২) সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার আবদুস ছগিরের ছেলে।

তিনি দুই কন্যার জনক।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে রাউজান পৌরসভার দায়ারঘাটা এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। অটোরিকশা চালককে আহত অবস্থায় উদ্ধার করে গহিরা জে. কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চালক বাচা ড্রাইভারও আহত হন।

রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।