ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিপিডিএল’র ব্যতিক্রমী আয়োজন হ্যাপি কমিউনিটি মিট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
সিপিডিএল’র ব্যতিক্রমী আয়োজন হ্যাপি কমিউনিটি মিট ...

চট্টগ্রাম: 'হ্যাপি কমিউনিটি' সিপিডিএল এর একটি অনবদ্য কনসেপ্ট, যা নিয়ে সিপিডিএল বিগত দুই দশক ধরে নিরলস কাজ করে যাচ্ছে।  

এই কনসেপ্টের আওতাভুক্ত প্রতিটি প্রপার্টি সাজানো হয় বিশেষ কিছু লক্ষ্যকে বিবেচনায় নিয়ে।

যেমন বয়স ভিত্তিক বিভিন্ন ফিচার, মাল্টি জেনারেশনাল সলিউশন, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ও মানবিক বন্ধন, বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য লাইব্রেরি, বয়স্ক সদস্যদের জন্য ব্যবস্থা, পরিবেশ ও প্রতিবেশ নিয়ে উদ্যোগ ইত্যাদি সকল কিছু যা একটি কমিউনিটি কে পূর্ণতা প্রদান করে, গড়ে তোলে একটি 'হ্যাপি কমিউনিটি'।  

এই ধরনের প্রকল্প গুলোর মধ্যে উল্লেখযোগ্য, সিপিডিএল বি এস হেরিটেজ, ক্রিমসন ক্লোভার, ডাউনটাউন সিপিডিএল, পার্ক রেসিডেন্স, সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া।

এই প্রকল্পগুলো যথাযথ মান ও সময়ে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। ফলে সিপিডিএল কমিউনিটি ম্যানেজমেন্ট এর একটি যুক্তিগ্রাহ্য এবং পরীক্ষিত অভিজ্ঞতা অর্জন করেছে, তৈরি হয়েছে কমিউনিটি পরিচালনার নীতিমালা, পদ্ধতিগত ব্যবস্থাপনা ইত্যাদি এবং সিপিডিএল প্রতিনিয়ত এসব বিষয়ে উন্নয়ন সাধন করছে।  

এরই ধারাবাহিকতায় এবার নির্মাণাধীন অবস্থায় ঢাকায় সিপিডিএল রুবিকন সিটি এবং চট্টগ্রামে সিপিডিএল ফারহান জেনিথ ২৪০ প্রকল্প দু'টিতে যুগপৎ ফ্যাসিলিটি, ফিচার ও ফিনিশিং সলিউশনের এক্সপেরিয়েন্স সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার (১১ ডিসেম্বর) ।  

রুবিকন সিটিতে স্পোর্টস এক্টিভিটি, বাচ্চাদের প্লে জোন এবং লাউঞ্জ এক্সপেরিয়েন্স শো-কেসিং হচ্ছে আর ফারহান জেনিথ ২৪০ তে সাজানো হয়েছে ফিনিশিং এবং লাইভ এপার্টমেন্ট সলিউশন এর পাইলট ভার্সন। ফলে গ্রাহক সাধারন সিপিডিএল হ্যাপি কমিউনিটি কনসেপ্টের বাস্তবধর্মী প্রদর্শনী দেখে বুঝে নিজের ঠিকানা নির্বাচনের অভূতপূর্ব সুযোগ পাবেন।  

একইসঙ্গে সিপিডিএল পরিবার তাদের বিশ বছর পূর্তিতে গ্রাহকদের ধন্যবাদ জ্ঞাপনে সাজিয়েছে বিশটি ফ্ল্যাটে প্রতিটি বুকিংয়ে অভাবনীয় অফার। প্রযোজ্য ক্ষেত্রে প্রকল্প ভেদে এই অফারের এই আয়োজন গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নিদর্শন হিসেবে সাজানো হয়েছে, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।