চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) সোমবার বিকেল তিনটার চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে এমএ আজিজ স্টেডিয়াম চত্ত্বর পর্যন্ত বর্ণাঢ্য র্যালিটি প্রদক্ষিণ করে।
এ সময় জেলা প্রশাসক বলেন, ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপী) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সব সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন। সকল সরকারি দপ্তরের প্রতিনিধিরা, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবেন।
র্যালিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মনীষ দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
বিই/পিডি/টিসি