ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ভোটার ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
চট্টগ্রামে ভোটার ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন ...

চট্টগ্রাম: নির্বাচন কমিশনের হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে ভোটার ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন। এক বছরে নগর ও ১৫ উপজেলায় ভোটার বেড়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৭৪ জন।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরকে ছয় থানায় ভাগ করে এ তালিকা প্রকাশ করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটার ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৭ জন।

 

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোটার ফটিকছড়ি উপজেলায়, যার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন। গত বছর ভোটার ছিল ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। নগরের ডবলমুরিং থানা এলাকায় ভোটার ৪ লাখ ২৭ হাজার ১৩৩ জন। কর্ণফুলী উপজেলায় ভোটার ১ লাখ ২৯ হাজার ৬২৫ জন। কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৯৩৬ জন। গত বছর এ দুই উপজেলায় ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন।

বিগত বছর ৩০ লাখ ২৪ হাজার ৭৫১ জন নারী ভোটার, ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন পুরুষ ভোটার, হিজড়া ভোটার ছিল। এবার আলাদা ভোটারসংখ্যা পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, এক বছরে চট্টগ্রামে ভোটার বেড়েছে ২ লাখ ৩৪ হাজারের বেশি। হালনাগাদ কার্যক্রম ২০ জানুয়ারি থেকে শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।