ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একের পর এক ব্যবসায়ী অপহরণের ঘটনায় আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
একের পর এক ব্যবসায়ী অপহরণের ঘটনায় আতঙ্ক ...

চট্টগ্রাম: একের পর এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দেখা দিয়েছে উদ্বেগ-আতঙ্ক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি সক্রিয় না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতকারীরা।

গত ২৬ নভেম্বর রাত ৮টার দিকে ভূজপুর থানাধীন নারায়ণহাট ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মো. হারুন রশিদ বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া আনোয়ারুল আজিম পেট্রোল পাম্প এলাকায় পূর্ব পরিচিত দুজনের সঙ্গে কথা বলার সময় অপহরণের শিকার হন। একটি প্রাইভেটকার নিয়ে এসে কয়েকজন ব্যক্তি ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী মোড় বাস টার্মিনালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণের টাকা নিতে আসা ৬ জনকে আটক করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট চাঁন মিয়া সড়ক থেকে অপহৃত ব্যবসায়ী মো. ছৈয়দুল আলম তালুকদার (৬৫) কে অপহরণের ৬ দিন পর কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। ৩১ অক্টোবর ভোর ৩টা থেকে পুলিশ চকরিয়া উপজেলার কাকারা পাইথন পাহাড়ে ৬ ঘন্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

গত ৯ ডিসেম্বর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগীচাঁদ লেনের রামকৃষ্ণ ফার্মেসির মালিক রাজু মজকুরিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের এক কনস্টেবলসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় নেতৃত্ব দেন কনস্টেবল ফাহাদ ইসলাম, যিনি সিএমপির পশ্চিম জোনের ডিসি’র অর্ডারলি ছিলেন।

সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনার পল্লী চিকিৎসক রতন দাশকে (৫৫) গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জোটপুকুরিয়া বাজার থেকে অপহরণ করে চাঁদার দাবিতে কুপিয়ে আহত করে। পরবর্তীতে চাঁদা প্রদানের জন্য ৪৮ ঘন্টা সময় দিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। নিয়ে যায় রতন দাশের মোটর সাইকেলও। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।  

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদরঘাট থানার পোড়া মসজিদ এলাকায় দোকানের সামনে থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ৬৫ বছর বয়সী মোবিল ব্যবসায়ী শুভাশিষ বসুকে অপহরণ করা হয়। মাইক্রোবাসে তুলে হাতে হ্যান্ডকাফ পরিয়ে চোখ বেঁধে ওই ব্যবসায়ীকে হাটহাজারী এলাকার একটি ঘরে আটকে রাখা হয়। পরে স্বজনরা সদরঘাট থানায় গেলে অপহরণকারীরা ওই ব্যবসায়ীকে রাত ১০টার দিকে ছেড়ে দেয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানিয়েছেন, গোয়েন্দা পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় মো. রায়হান নামের এক মাইক্রোবাস চালককে গত সোমবার রাতে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যবসায়ীকে যে মাইক্রোবাসে অপহরণ করা হয়েছিল, রায়হান সেই গাড়ির চালক। ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।