ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জমির মাটির কাটার সময় ৪ ডাম্প ট্রাক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
জমির মাটির কাটার সময় ৪ ডাম্প ট্রাক জব্দ ...

চট্টগ্রাম: চন্দনাইশে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার সময় মাটিভর্তি চারটি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বহরম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে কৃষি জমির কাটার সত্যতা পাওয়া যায়। অভিযানে ডাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ করা হয়।

 

তিনি জানান, অভিযানের খবর আঁচ করতে পেরে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি।

জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন, ২টি পৌরসভায় অর্ধশতাধিক মাটিকাটা সিন্ডিকেট ফসলি জমি ও পাহাড়ের টিলার মাটি কেটে নিয়ে বিভিন্ন ইটভাটা, পুকুর, ডোবা, নতুন বাড়ির জায়গায় মাটি ভরাট, নিচু জমি ভরাট করে যাচ্ছে।  

উপজেলার পাহাড়ি এলাকা কাঞ্চননগর, লর্ড এলাহাবাদ, হাশিমপুর, ধোপাছড়ি, বৈলতলী, চন্দনাইশ পৌরসভা, জোয়ারা, বরকল, বরমা, সাতবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিদস্যুরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।