ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জুন ২০২৪, ২৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ককটেলসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী রেলগেইট এলাকা থেকে ১০টি ককটেলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক দু’জন ককটেল বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।



বুধবার রাত পৌনে ৯টার দিকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা তাদের আটকের জন্য সন্ধ্যা থেকেই ওই এলাকায় অবস্থান নেয়।
সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে দু’জন ওই এলাকায় আসার পর তাদের আটক করে হাতে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। এসময় ব্যাগের মধ্যে ১০টি ককটেল পাওয়া যায়।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বাংলানিউজকে বলেন, আটক দু’জন কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তারা মূলত ককটেল বিক্রেতা। নাশকতার জন্য সন্ত্রাসীদের কাউকে ককটেলগুলো সরবরাহ করার জন্য তারা নিয়ে যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।