ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রেডিও টুডে’র শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

চট্টগ্রাম: ‘আসুন শীতার্তদের পাশে দাঁড়াই’ স্লোগানে বন্দরনগরী চট্টগ্রামের ছিন্নমুল পথ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দেশের প্রথম বেসরকারি রেডিও স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬।

শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।



বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন,‘অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।
রেডিও টুডের মত অন্যরাও যদি দুস্থ ও অসহায়দের পাশে এগিয়ে আসে তবেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। ’

রেডিও টুডে’র প্রশংসা করে বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দীন চৌধুরী বলেন,‘খবর বিনোদনে এগিয়ে থাকার মত সমাজিক দায়িত্ব পালনেও রেডিও টুডে দু:স্থ মানুষের পাশে আছে। ’

রেডিও টুডে চট্টগ্রামের ইনচার্জ বিশ্বজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেডিও টুডের সিনিয়র রিপোর্টার সালেহ নোমান বক্তব্য দেন।

এদিকে শীতবস্ত্র নিতে শুক্রবার বিকেলে নগরী থিয়েটার ইনস্টিটিউটে তিন শতাধিক পথ শিশু সমবেত হয়। তাদের হাতে নতুন শীতের কাপড় তুলে দেয়া হলে তাদের বেশ আনন্দিত ও উচ্ছসিত হতে দেখা যায়।

শুক্রবার শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে। নগরীর বিভিন্ন ফুটপাত ও ছিন্নমূলদের মাঝে এসব কাপড় দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।