ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউএসটিসিতে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
ইউএসটিসিতে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

চট্টগ্রাম: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্র আহত হয়েছে।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ জাহিদ(২২) ও মোহাম্মদ ইসমাইল(২২)।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, সোমবার ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নগরীর খুলশী থানার উপ-পরিদর্শক শাহ আলম বাংলানিউজকে বলেন, সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল আফসার বলছেন ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে বহিরাগত ছাত্ররাও ছিল। এ বিষয়ে তদন্ত করছেন তারা।

তিনি বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র আহত হয়েছে। এছাড়া বহিরাগত এক ছাত্রকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন,‘এ ঘটনায় আমরা মামলা দায়ের করবো। ’

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।