ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মহেশখাল থেকে বসতবাড়ি উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
চট্টগ্রামে মহেশখাল থেকে বসতবাড়ি উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর মহেশখাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। সোমবার দুপুরে করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।



এসময় মহেশখাল থেকে পাশে ৩০ফুট পর্যন্ত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।

করপোরেশনের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বাংলানিউজকে বলেন,‘মহেশ খাল ভরাট করে দোকানসহ কয়েক’শ বসতবাড়ি গড়ে তোলা হয়েছে।
এতে আগ্রাবাদ সিডিএ এলাকায় জোয়ার এবং বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাসখানেক আগে একবার এসে দখলদারদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা সরে না যাওয়ায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। ’

করপোরেশনের সহকারি প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব বাংলানিউজকে বলেন, ‘অবৈধ দখলদারদের ‍উচ্ছেদ করে মহেশখালের উভয় পাশে ১৬ কোটি ৬৫লাখ টাকা ব্যয়ে ৭ হাজার ৫’শ ৬০ফুট প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হবে। ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০২০ঘণ্টা, জানুয়ারী ১৩, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।