ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় দুই জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
লোহাগাড়ায় দুই জামায়াত নেতা গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একাধিক মামলার আসামি দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুই জামায়াত নেতা হলেন- উপজেলার চুনতি ইউনিয়ন জামায়াতের আমীর জামাল হোসেন ও চরম্বা ইউনিয়ন জামায়াতের আমীর আবু তাহের।



লোহাগাড়া থানায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি করে মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শাহ জাহান বাংলানিউজকে জানান, দুই জামায়াত নেতার বিরুদ্ধে চারটি করে মোট ৮টি মামলা রয়েছে।


গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। পরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

তিনি জানান, চুনতি এলাকায় একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার দুপুরে ইউনিয়ন আমীর জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার রাতভর অভিযান চালিয়ে চরম্বা ইউনিয়ন আমীর আবু তাহেরকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।