ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
চট্টগ্রাম পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম ফরিদুল ইসলাম (৪৫) নামে এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত জানান, ফরিদুল ইসলাম দামপাড়া পুলিশ লাইনের নায়েক ছিলেন।

সোমবার রাত দশটায় নগরীর অক্সিজের মোড় চেকপোস্ট থেকে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। তার বাড়ি নগরীর আগ্রবাদ সিএণ্ডবি কলোনিতে।


বাসার অদূরে নালাপাড়া বাজারের সামনে আসতেই তিনি হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার করে একটি সিএনজিতে ওঠার চেষ্টা করে। পরে সে ঘটনাস্থলেই পড়ে যায়। সিএনজি চালক পাশের টহল পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দ্রুত তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় সে।

তার পায়ের গোড়ালিতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু এ ধরনের আঘাতে কারো মৃত্যু হওয়ার কথা নয় বলে জানান পুলিশ কর্মকর্তারা। বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।