ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
চট্টগ্রামে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১

চট্টগ্রাম: অন্ত:কোন্দলের জের ধরে চট্টগ্রাম সার্কিট হাউজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা সার্কিট হাউজের সামনে রাখা দু’টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।



বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে নবগঠিত সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করছিলেন।
এর আগে থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে নগর কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বারবার তাদের নিষেধ করার পরও তারা স্লোগান না থামিয়ে মিলনায়তন থেকে বের হয়ে সার্কিট হাউজের সামনে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় একজন জখম হয়েছেন।

এসময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা সার্কিট হাউজের সামনে রাখা দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।