ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশ বিজ্ঞানী এম এ আজিজ স্মরণসভা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
পরিবেশ বিজ্ঞানী এম এ আজিজ স্মরণসভা

চট্টগ্রাম: খ্যাতিমান পানিসম্পদ ও পরিবেশ বিজ্ঞানী প্রয়াত ড. এম এ আজিজ স্মরণে নগরীর হোটেল আগ্রাবাদে বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে।

হোটেলের আগ্রাবাদের চীফ অ্যাকাউন্টেন্ট এসি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইনসটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম সেন্টার এর চেয়ারম্যান প্রকৌশলী এম খোরশেদ আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ জামে মসজিদের খতিব ম‍াওলানা মোহাম্মদ ইসমাইল এবং এম এ আজিজের পত্নী সালেহা আজিজ।

 

অনুষ্ঠানে আগ্রবাদ হোটেলের নির্বাহী জয়নাল আবেদীন চীশতি ড:আজিজের কর্মজীবনের উপর আলোকপাত করেন।

প্রকৌশলী এম খোরশেদ আলম বক্তব্যে ড. আজিজ সম্পর্কে বলেন, তিনি অত্যন্ত সহজ, সরল ও সদা হাস্যময় একজন ব্যক্তিত্ত্ব ছিলেন।
ড. আজিজের বই পড়ে আমরা অনেক উপকৃত হয়েছি। তিনি যেভাবে মানব কল্যাণ ও দেশের সেবা করে গেছেন তার তুলনা আজ বিরল  বলে সভায় উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬,২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad