ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়েছে ৭ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সাতকানিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়েছে ৭ ঘর

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মুহুরী বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ৭টি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা।


স্থানীয় সুত্র জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে উত্তর ঢেমশা মহুরী বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুনে অমল দাশ, নির্মল দাশ, সুমিত দাশ, অমর দাশ, নারায়ণ দাশ, হারাধন দাশ ও দীপক দাশের ৭টি ঘর পুড়ে যায়।

উত্তর ঢেমশা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ সেন বাংলানিউজকে বলেন,‘আগুনে মহুরী বাড়িতে ৭টি ঘর পুড়ে গেছে। বাড়িটিতে ২টি পরিবার থাকতো। বাকিরা শহরে থাকে। রাত ২টার দিকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে বলে পরিবারগুলো অভিযোগ করেছে। ’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতকানিয়া স্টেশন অফিসার মো. শাহাদাৎ বাংলানিউজকে বলেন,‘রাত ২টা ৫০ মিনিটের সময় আগুন লাগার খবর পায়। তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোথা থেকে আগুনের সুত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বাংলানিউজকে বলেন,‘উত্তর ঢেমশা এলাকায় অগ্নিকাণ্ডের খবর শুনেছি। এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারী ১৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।