ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে পুলিশের মোটরসাইকেলে শিবিরের আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

কক্সবাজার: কক্সবাজার পলিটেকনিকেল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণের দুই ঘণ্টা পর পুলিশের  ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুনে ধরিয়ে দিয়েছে শিবিরের কর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার পলিটেকনিকেল ইনস্টিটিউটের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।



এর আগে বিকেল ৫টার দিকে কক্সবাজার পলিটেকনিকেল ইনস্টিটিউটে প্রধান ফটকে  অর্তিকিতভাবে গুলিবর্ষণ করে শিবির কর্মীরা। এতে ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়।


কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেলের ঘটনায় শহরে পুলিশ অভিযান চালানোর সময় শিবির কর্মীরা এক এসআইয়ের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এদিকে,  পলিটেকনিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকে  শিবিরের গুলিবর্ষণ ও ছাত্রলীগের দুই কর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।