ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে কলোনিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
চট্টগ্রামে কলোনিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে আগুনে পুড়ে মো. রুবেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আগুনে ওই বস্তির সাতটি ঘরসহ একটি মুদির দোকান পুড়ে গেছে।



মঙ্গলবার রাত ২টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার(পশ্চিম) তানভীর আরাফাত বাংলানিউজকে জানান, আগুন নেভানোর পর নিহত রুবেলের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন,‘আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলছেন, কেউ পূর্বশত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দিয়েছে। ’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ২টা ৫৫ মিনিটে ফিরোজশাহ কলোনীতে মো. সামসুল আলমের মালিকানাধীন একটি কাঁচা বসত ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের আরেও বসত ঘর ও একটি মুৃদি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, আগুনের সূত্রাপাত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে এক মালিকের ৭টি কাঁচা বসতঘর ও একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad