ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মীর নাছির ও গোলাম আকবরের জামিন নামঞ্জুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
মীর নাছির ও গোলাম আকবরের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম: অবরোধ চলাকালে নগরীর চট্টেশ্বরী মোড়ে নাশকতার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো.নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ সাত বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আবদুর রশিদের আদালতে তাদের জামিনের আবেদন করা হয়।

উভয়পক্ষে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টে সাত নেতার জামিন নামঞ্জুরের পর আমরা দায়রা জজ আদালতে আবেদন জানিয়েছিলাম।
মহানগর দায়রা জজ জামিন নামঞ্জুর করেছেন। এখন আমরা হাইকোর্টে জামিনের আবেদন জানাব।

গত ২৭ নভেম্বর ভোরে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী মোড়ে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। এতে দু’যাত্রীর শরীর ঝলসে যায়।

এ ঘটনায় ওইদিন রাতে চকবাজার থানার এস আই শিবেন বিশ্বাস বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

এতে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো.নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন, নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ১৮ দলের ৬৭ জন শীর্ষ নেতার নাম উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৯ঘণ্টা, জানুয়ারি ২২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।