ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ড ও লোহাগাড়ায় গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪
সীতাকুণ্ড ও লোহাগাড়ায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম: নাশকতার দায়ে চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ড উপজেলা বিভিন্ন এলাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মো. নাজির আহমেদ প্রকাশ বার্মা নাজির (৩৫) এবং লোহাগাড়ার চুনতি এলাকার ওবায়দুল হক (২১)।

লোহাগাড়ার থানার ওসি (তদন্ত) মো. শহীদ বাংলানিউজকে জানান, উপজেলার চুনতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা সৃষ্টির অভিযোগে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে নাজির আহমেদ নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রেহেনা আকতার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ফৌজদারহাটের বাড়ি থেকে নাজিরকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১৩৪ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad