ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে শিশুর পা বিচ্ছিন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে শিশুর পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে সাদিকুল (১০) ন‍ামে এক শিশুর বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। চলন্ত ইঞ্জিনে লাফ দিয়ে উঠতে গিয়ে সাদিকুল এ দুর্ঘটনার শিকার হয়েছে।

 

শনিবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

 

দুর্ঘটনার শিকার সাদিকুল রেলস্টেশনে দক্ষিণ পাশে নগরীর মাদারবাড়ির স্ট্যান্ড কলোনির জনৈক আবুল কালামের ছেলে।

 

জানা গেছে, সাদিকুল ও তার মা রেলস্টেশনে কাগজ, প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করে উপার্জন করে।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার দুপুরে ট্রেনের একটি ইঞ্জিন পাহাড়তলী থেকে রেলস্টেশনে ঢোকার সময় খেলার ছলে সাদিকুল সেখানে লাফ দিয়ে উঠতে যায়। এসময় ইঞ্জিনের নিচে পদে সাদিকুলের বাম পা মারাত্মক জখম হয়।

 

এস আই নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ইঞ্জিনের আঘাতে বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ’

 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ‘হাসপাতালে আনার পর শরীর থেকে পা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় দেখেছি। ’

 

বাংলাদেশ সময়: ১৪৪০ঘণ্টা, ফেব্রুয়ারি ০১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।