ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বুধবার সকালে ভালো করার প্রত্যাশা টাইগারদের

আবদুল্লাহ আল মামুন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪

agongচট্টগ্রাম: চট্টগ্রাম টেস্টে প্রথম দিনের বাংলাদেশ দলের নায়ক কে? এ প্রশ্ন করলে চোখ বন্ধ করে যে কেউ বলে দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর কারণ মাত্র একটিই।

উইকেটে শ্রীলংকান দু’ মানিকজোড়ের মধ্যে বিচ্ছেদ ঘটানো।

মঙ্গলবার ছিল জাতীয় দলের এ ক্রিকেটারের জন্মদিন।
২৮ বছর পূর্ণ হওয়া এ তরুণ ক্রিকেটারও জয়াবর্ধনের মতো দামি উইকেট তুলে নেওয়াকে জন্মদিনের উপহার হিসেবে নিয়েছেন।

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এসে সংবাদ সম্মেলনে এ কথাটিই জানিয়েছেন তিনি। বললেন, ‘নিশ্চয় জন্মদিনে এটি একটি ভালো উপহার। আরো খুশি হতাম যদি আরো কয়েকটি উইকেট তুলে নিতে পারতাম। ’

চট্টগ্রামে টেস্ট একাদশে ফেরা এ অলরাউন্ডার ২২ ওভার ২ মেডেন ৭০ রান দিয়ে তুলে নিয়েছেন এক উইকেট। সংখ্যার দিক দিয়ে এটি কোন আহামরি অর্জন না হলেও সবচেয়ে দামি উইকেটটি তুলে নিয়ে লংকানদের লাগাম টেনে ধরায় প্রথমদিনের নায়কের কৃতিত্ব তাকে দেওয়াই যায়।

তবে এতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন এ অলরাউন্ডার। বললেন,‘ঢাকা টেস্টে আমাদের অনেক ভুল হয়েছে তা শুধরিয়ে চট্টগ্রাম টেস্টে স্পিনার এবং ব্যাটসম্যানরা ভালো করতে পারলে তাহলে ভাল একটা ফলাফল আসবে। ’

তবে উইকেটের আচরণ নিয়ে সন্দিহান মাহমুদুল্লাহ রিয়াদ। বললেন, ‘আশা করছি দ্বিতীয় দিন থেকে উইকেটে ফাটল ধরবে। এতে স্পিনাররা সুবিধা নিতে পারবে। তবে উইকেটের আচরণ আগেভাগেই কিছু বলা সম্ভব না। ’

একবন্ধুকে কুপোকাত করে সাজঘরে ফেরালেও রয়ে গেছে অন্য বন্ধু। শ্রীলংকানদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি শিকারী সাঙ্গাকারা ১৬০ রান নিয়ে থেকে গেছেন অপরাজিত। বুধবার সকালে তার লাগাম টেনে ধরতে পারলেই স্বস্তি আসবে বাংলাদেশ শিবিরে। সংবাদ সম্মেলনে রিয়াদও বললেন সে কথা। ‘তাদের দু’জনের ব্যাটিং কম্বিনেশন খুবই ভালো। দু’জনের ব্যাটিং নিয়ে আলাদাভাবে আলোচনা হয়। কাল সকালে সাঙ্গাকারা ও কিথুরুয়ান ভিথানাগেকে সাজ ঘরে ফেরাতে পারলে ভাল কিছু করা যাবে। কারণ কিথুরুয়ানও গত টেস্টে সেঞ্চুরি করেছে। ’

একজন মাত্র পেসার নিয়ে বাংলাদেশ মাঠে নামায় বিস্ময় প্রকাশ করেছেন শ্রীলংকান ক্রিকেটার দীনেশ চান্দিমাল। এ প্রসঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ বললেন,‘প্রথম টেস্টে তিনজন পেসার নেওয়ায় তখনও কথা উঠেছিল। এখন যখন একজন নেওয়া হলো এখনও কথা উঠছে। তবে নির্বাচক ও কোচরা যেভাবে টিম কম্বিনেশন করতে চেয়েছেন সেভাবেই করেছেন। ’

ঢাকা টেস্টে প্রথম মাঠে নেমে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩২ রান। পরের ইনিংসে মাঠে নেমে শ্রীলংকা তুলে নেন ৭৩০ রান। এবার বাংলাদেশের ক্ষেত্রেও এর পুনরাবৃত্তি ঘটবে কি না এমনটিই প্রশ্ন ছিল রিয়াদের কাছে। রিয়াদ বললেন,‘হতে পারে। এ জন্য আগামীকাল তাড়াতাড়ি উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নামতে হবে। ’

এখন বুধবার সকালে টাইগাররা ক্রিকেট প্রেমীদের কতটা ভালোভাবে উপহার দিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৮২১ঘণ্টা, ফেব্রুয়ারী ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।