ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আমির খসরু-শাহাদাৎসহ শীর্ষ নেতাদের জামিনের মেয়াদ বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
আমির খসরু-শাহাদাৎসহ শীর্ষ নেতাদের জামিনের মেয়াদ বাড়ল

চট্টগ্রাম: হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ৬টি মামলায় নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেন সহ শতাধিক আসামীর জামিনের মেয়াদ ব‍াড়ানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বৃহস্পতিবার বিভিন্ন মামলায় অভিযুক্ত নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান।



আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ বাংলানিউজকে বলেন, দ্রুত বিচার আইনের দু’টি মামলাসহ ৬টি মামলায় আমির খসরু মাহমুদ, শাহাদাৎ হোসেনসহ শতাধিক নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন। আমরা জামিনের মেয়াদ বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেছি।
আদালত সন্তুষ্ট হয়ে মেয়াদ বাড়ানোর আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, দ্রুত বিচার আইনে দায়ের হওয়া দু’টি মামলায় ৫৩ জনের জামিনের মেয়াদ অভিযোগপত্র দাখিলের সময় পর্যন্ত বাড়ানো হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে হাজিরা দিয়েছেন দু’টি মামলায় অভিযুক্তরা।

নগরীর কাজির দেউড়ির মোড়ে যাত্রীবাহীকে সিএনজি অটোরিক্সায় আগুন দেয়ার ঘটনায় গত ২৮ নভেম্বর কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলায় আমির খসরু, শাহাদাৎ, নগর বিএনপির সহ সভাপতি শামসুল আলম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুবুর রহমান শামীম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সহ শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, যুবদল-ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭৩ জন নেতাকর্মী চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমানের আদালতে হাজিরা দিয়েছেন। আদালত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন।

একই দিন নগরীর চট্টেশ্বরী মোড়ে সিএনজি অটোরিক্সার দু’যাত্রীকে আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় ৬৭ নেতাকর্মীর জামিনের মেয়াদ অভিযোগপত্র দাখিলের দিন পর্যন্ত বাড়িয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া।

এছাড়া গত ডিসেম্বরে নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় চলন্ত বাসে পেট্রল বোমা ছুঁড়ে চালককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩৯ জনের জামিনের মেয়াদ অভিযোগপত্র দাখিলের সময় পর্যন্ত বাড়িয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ফরিদ আলম।

একই আদালতে নগরীর কর্ণেলহাটে পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আকবর শাহ থানায় দায়ের হওয়া একটি মামলায় ৩৫ নেতাকর্মীর জামিনের মেয়াদ অভিযোগপত্র দাখিলের সময় পর্যন্ত বাড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।