ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় বন্দুকযুদ্ধ: দু’টি মামলা, আসামী ১৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
সাতকানিয়ায় বন্দুকযুদ্ধ: দু’টি মামলা, আসামী ১৬

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় বন্দুক যুদ্ধের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার সাতকানিয়া থানায় পুলিশ বাদি হয়ে মামলা দু’টি দায়ের করেন।



দু’টি মামলায় ১৬জন জামায়াত-শিবির কর্মীকে আসামী করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি মো.খালেদ হোসেন বাংলানিউজকে জানিয়েছেন, ‘বুধবার পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধাদান এবং অস্ত্র আইনে এসআই নাজমুল বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন।
দু’টি মামলায় ১৬জনকে আসামী করা হয়েছে। ’

প্রসঙ্গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ছদাহা চেয়ারম্যান পাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দু’শিবির কর্মী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দু’জনকে বিকালে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জসীম উদ্দিন (৩৫)নামে এক শিবির কর্মী মারা যান। একই ঘটনায় পুলিশ ও আনসারের তিন সদস্য ‍আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি বন্দুক এবং ৮ রাউণ্ড গুলি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারী ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।