ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউ’তে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
ইডিইউ’তে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

চট্টগ্রাম: পড়ালেখার পাশাপাশি ক্যারিয়ার সহায়ক বাড়তি দক্ষতা বাড়াতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো চাটার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিমা) বিষয়ক দিনব্যাপী সেমিনার।

সম্প্রতি ইডিইউ’র আগ্রাবাদের গোসাইলডাঙ্গা ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেজিস্ট্রার ছাড়াও সিমার বিষয়ে জানতে আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল বক্তব্য রাখেন-সিমার স্টুডেন্টস সার্ভিস এক্সিকিউটিভ মোহাম্মদ মাজহারুল ইসলাম।
সেমিনারে তিনি কোর্সের চাহিদা ও গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে মাজহারুল ইসলাম বলেন, ‘চাটার্ড ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট একাউন্টস বিষয়ে ডিগ্রী অর্জন করতে বর্তমান সময়ে ছেলে মেয়েদের আগ্রহ অনেক বেড়েছে। তারা এখন সিমার ওপর দক্ষতা অর্জন করে বড় বড় প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ছেন। ফিন্যান্স, একাউন্টিং কিংবা যেকোন প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে সাজাতে সিমার বিকল্প নেই। ’

তিনি বলেন, ‘১৭৬টিরও বেশি দেশে সিমার ওপর ডিগ্রী প্রদান করা হচ্ছে। বাংলাদেশের মতো এমন অনেক দেশের শিক্ষার্থীরা এই বিষয়ে কোর্স করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে মাল্টি-ন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠানে সিমার ওপর যাদের দক্ষতা রয়েছে তাদেরকে অনেক বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। ’

ইডিইউ রেজিস্ট্রার শাফায়েত কবীর বলেন, ‘সিমা একটি আন্তর্জাতিক ডিগ্রী। বিশ্বের অনেক ছেলে মেয়েই এখন সিমা নিয়ে পড়ছে। পড়ালেখার পাশাপাশি বাড়তি দক্ষতা বাড়াতে এই ধরনের কোর্স কিংবা ডিগ্রী অর্জনের বিকল্প নেই। ’

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারী ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।