ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী উপজেলা নির্বাচন

ভোট কেন্দ্রে উপস্থিতি কম

মো. মহিউদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
ভোট কেন্দ্রে উপস্থিতি কম

চট্টগ্রাম: দুপুর আড়াইটা। হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন পরিষদ কেন্দ্র।

ভোটার সংখ্যা তিন হাজার ১৮৭। কিন্তু ভোট কাস্ট হয়েছে মাত্র ৭২০টি।
এ কেন্দ্রের মতো হাটহাজারী উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। প্রশাসনের দাবি স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছে।

তবে স্থানীয় লোকজনদের দাবি, জনপ্রতিনিধিদের উপর আস্থাহীনতার কারণে লোকজন ভোট কেন্দ্রে যায়নি।

সরেজমিনে দেখা গেছে, ইউছুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। ভোটার সংখ্যা ১৭৩৮। বেলা ১১টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে মাত্র ২৫০টি।

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এ কে এম মঈনুদ্দিন বাংলানিউজকে বলেন,‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়লেও তাও উল্লেযোগ্য নই। ’

তবে তুলনামুলক ভোট কাস্ট হয়েছে উপজেলার ফতেপুর লতিফ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে দুপুর ২টা পর্যন্ত ৩০৯১ ভোটারের মধ্যে ভোট পড়েছে প্রায় ১৩’শ।

চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন,‘সকালে ভোটার সংখ্যা কম ছিল। ভেবেছিলাম দুপুরে বাড়বে। কিন্তু দুপুরের পরও উল্লেখযোগ্য ভোটার কেন্দ্রে আসেনি। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। ’

ইউছুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার শাহাব মিয়া(৬৫)। তিনি বাংলানিউজকে বলেন,‘ভোট দিলেও যা না দিলেও তা। জনপ্রতিনিধিরা কথা দিয়ে কথা রাখে না। তাই লোকজন ভোটের প্রতি আগ্রহ হারিয়ে কেন্দ্রে যায়নি। ’
 
তবে চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নানের দাবি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন, আমি অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করেছি। ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখেছি। ভোটাররা উৎসবের আমেজে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। কোনো বিশৃঙ্খলা কিংবা জাল ভোট প্রয়োগের অভিযোগ পাওয়া যায়নি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ’

বাংলাদেশ সময়: ১৫৫২ঘণ্টা, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।