ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউ’তে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
ইডিইউ’তে  ক্যারিয়ার বিষয়ক সেমিনার

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি আয়োজিত ক্যারিয়ার বিষয়ক সেমিনারে ফ্রান্স দূতাবাসের কালচারাল এ্যাটাসে এমিলি শেসানিয়া তরুণদের উদ্দেশ্যে বলেন, ফ্র্যাঞ্চ ভাষা শিখে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা এখন সহজেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে পারে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে এই ভাষার প্রতি সবার আগ্রহ বাড়ছে।

আর তাই সবাই এখন ক্যারিয়ার গড়তে ফ্র্যাঞ্চ ভাষাকেই বেছে নিচ্ছেন।

বুধবার দুপুরে নগরীর প্রবর্তক সেন্টারে ‘ফ্রান্স উচ্চ শিক্ষা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
এতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি, ভাইস চেয়ারম্যান, অঁলিয়স ফ্রঁসেজ চট্টগ্রামের ডিরেক্টরসহ আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে এমিলি শেসানিয়া বলেন, ‘ইস্ট ডেল্টার ছেলে-মেয়েরা ফ্র্যাঞ্চ ভাষা শিখে কিভাবে অল্প সময়ে নিজেদের দক্ষতা প্রমান করতে পারে তাই দেখে অবাক হয়েছি। আমি মনে করছি সামনে তাদের অফুরন্ত সুযোগ হাতছানি দিয়ে ডাকছে। ’

স্বাগত বক্তব্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘ফ্র্যাঞ্চ ভাষা শেখার মাধ্যমে ইস্ট ডেল্টার ছেলে মেয়েরা সেখানকার কৃষ্টি, কালচার, ঐতিহ্যের সঙ্গে নিজেদের পরিচয় ঘটাচ্ছে। এতে দুই দেশের মধ্যে ভাষাগত একটি সেতুবন্ধন তৈরি হচ্ছে। জানাশোনা বাড়ছে। জ্ঞানের পরিধিও বিস্তৃতি হচ্ছে। ’

বিশেষ অতিথির বক্তব্যে অঁলিয়স ফ্রঁসেজ চট্টগ্রামের ডিরেক্টর রাফায়েল ইয়েগার বলেন, ‘চট্টগ্রামে উচ্চমানের যেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অবস্থান সর্বাগ্রে। এই বিদ্যাপীঠের বেশির ভাগ শিক্ষার্থীই খুব অল্প সময়ে সুনাম ছড়িয়েছে। আমরা তাদের সঙ্গে নিয়মিতভাবে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপ করছি। একইসঙ্গে কিভাবে ছাত্র-ছাত্রীরা ফ্রান্সে গিয়ে উচ্চ শিক্ষার পথ সুগম করতে পারবে সেদিকেও বিশেষভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। ’

অনুষ্ঠানে ভিসি প্রফেসর মোহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অঁলিয়স ফ্রঁসেজের  ডেপুটি ডাইরেক্টর ড.গুরুপদ চক্রবর্তী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপদেষ্টা প্রফেসর ড. আবুল হোসেন, ইংরেজি বিভাগের লেকচারার শারজিতা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।