ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ওয়াসা

পানির দাবিতে ২ কর্মকর্তাসহ ৬ জনকে আটকে রেখেছে এলাকাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
পানির দাবিতে ২ কর্মকর্তাসহ ৬ জনকে আটকে রেখেছে এলাকাবাসী

চট্টগ্রাম: পানি সরবরাহের দাবিতে চট্টগ্রাম ওয়াসার দুই কর্মকর্তাসহ ছয়জনকে আটকে রেখেছে নগরীর হালিশহর ‘এ’ ব্লকের বাসিন্দারা।

সন্ধ্যা ছয়টার ওয়াসা কর্মকর্তা-কর্মচারিরা ওই এলাকা পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।



আটকে পড়া কর্মকর্তারা হলেন চট্টগ্রাম ওয়াসার মুড-১ এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মামুন।

এছাড়া, আটকে রাখা বাকি চারজন ওয়াসার লাইনম্যানসহ শ্রমিক।


ওয়াসা সূত্র জানায়, সন্ধ্যায় নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের নেতৃত্বে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ‘এ’ ব্লক এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের আটকে রাখে।

রাত আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁরা আটক আছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, গত ২৩ দিন ধরে হালিশহর ‘এ’ ব্লক এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী ওয়াসার মুড-১ এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানকে অবহিত করলেও তিনি কোন পদক্ষেপ নেননি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।